বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ইউ.এ.ই প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি: গত ০৮/১২/২০১৯.ইং দুবাই স্থহ একটি রেষ্টুরেন্ট হলরুমে,

স্থানীয় সময় রাত ১০:০০ শুরু হয়।

ইউ.এ.ই যুবদলের সভাপতি, প্রোকৌশলী ফারুক মাহামুদ চৌঃ সভাপতিত্বে,

সাধারণ সম্পাদক, আবু ইউছুপ রানার সঞ্চালোনায়,

পবিত্র কোরঅান থেকে তেলোয়াত পাঠ করেন,

সহ-সভাপতি, মিয়া মোহাম্মদ সিজিল।

এ সময় উপস্থিত ছিলেন, সংযুক্ত আরব আমিরাত, যুবদল কেন্দ্রীয় কমিটির।

জনাব প্রকৌশলী ফারুক মাহামুদ চৌধুরী, সভাপতি,

জনাব মোঃ জানে আলম, সহ-সভাপতি

জনাব মিয়া মোহাম্মদ সিজিল, সহ-সভাপতি,

জনাব আরাফাত সিদ্দিকি, সহ-সভাপতি,

জনাব মোঃ জয়নাল আবেদিন (জিল্লু) সহ-সভাপতি,

জনাব ইছমত আলী, সহ-সভাপতি, 

জনাব মোঃ আবু ইউছুপ রানা, সাধারণ সম্পাদক,

জনাব মোঃ আরমান চৌধুরী, যুগ্ন-সম্পাদক,

জনাব শাহ্জাহান সজীব, সাংগঠনিক সম্পাদক,

জনাব হেলাল আহম্মেদ (জীবন) দপ্তর সম্পাদক,

জনাব আলী নুর,

(নব নির্বাচিত দুবাই যুবদলের উপস্থিত ছিলেন)

জনাব মোঃ ইউনুছ বাচ্ছু, সভাপতি,

জনাব আব্দুল আজিজ, সিঃ সহ-সভাপতি,

জনাব মোঃ মামুন হাওলাদার, সাধারন সম্পাদক,

জনাব মোহাম্মদ জলিল, সিঃ যুগ্ম সম্পাদক,

জনাব মোঃ মামুন আলী, সাংগঠনিক সম্পাদক,

জনাব মোঃ নুরুল ইসলাম,

(শারজাহ্ যুবদলের উপস্থিত ছিলেন)

জনাব মানিকুল ইসলাম, সভাপতি।

জনাব মোঃ রিয়াজ উদ্দিন রউফ, সহ-সভাপতি,

জনাব জাকির হোসেন, সহ-সভাপতি,

জনাব মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক,

(আল-আইন যুবদলের উপস্থিত ছিলেন)

জনাব নুরুল আমিন নেজাম, সিঃ সহ-সভাপতি,

জনাব মোঃ রিপন তালুকদার, সহ-সভাপতি,

জনাব মোঃ আলম হোসেন, সহ-সভাপতি,

(ফুজেরাহ্ যুবদলের উপস্থিত ছিলেন)

জনাব, মোঃ রিপন তালুকদার জুমা, সভাপতি,

জনাব মোঃ মফিজুর রহমান, সিঃ সহ-সভাপতি,

জনাব মোঃ হোসেন আহম্মেদ, সাধারণ সম্পাদক,

(ফুজেরাহ্ অন্তর্গত, দিব্বা হাসান সিটি ইউনিটের)

জনাব মোঃ আবুল কালাম, সভাপতি,

জনাব আব্দুল ওয়াহিদ, সিঃ সহ-সভাপতি,

জনাব ছাদেক আহম্মেদ,

জনাব আব্বাস আলী,

(আজমান যুবদলের উপস্থিত ছিলেন)

জনাব মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক,

(রাসআল খাইমা যুবদলের উপস্থিত ছিলেন)

জনাব সরকার আহাদুজ্জামান, সভাপতি,

জনাব মোঃ মাসুদ আলম, সহ-সভাপতি,

জনাব ইয়াসিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক,

(উম্মল কুয়ায়েন যুবদলের উপস্থিত ছিলেন)

জনাব মোঃ আবুল বাছিত,

জনাব ছাদেকুর রহমান লস্কর প্রমুখ। 

নব নির্বাচিত দুবাই যুবদলের নেতৃবৃন্দ সকলের কাছে সু পরামর্ষ চেয়েছেন, যেন আগামীতে দুবাই যুবদলকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলে, এবং ইউ.এ.ই কেন্দ্রীয় যুবদলকে শক্তিশালী করে, দেশনেত্রীর মুক্তির আন্দোলের জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন। এতে ইউ.এ.ই যুবদলের সভাপতি সকল নেতৃবৃন্দদের উদ্দ্যোশে দিকনির্দেশক মূলক বক্ত্য রাখেন।

You might also like