বালাগঞ্জে ডিজিটাল আইনে বিএনপির ২৩ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় এম এ মালিকের নিন্দা
সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৩ নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমদ সহ আসামি করা হয়েছে উপজেলা বিএনপির ২৩ নেতা কর্মীকে গতকাল শুক্রবার ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শায়েস্তা মিয়া বাদি হয়ে বালাগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এক বিবৃতিতে তিনি বলেন, এ সরকারের কাছে দেশের মানুষের স্বাধীনতা নেই। কথা বললেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এই আইন বাতিল করার দাবি জানান তিনি।