বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিম খানার আরাফাত রহমান কোকো স্সৃতি সংসদ,যুক্তরাজ্য”র পক্ষ থেকে উন্নয়ন প্রকল্পের অর্থ প্রদান

আজ ২৪শে জানুয়ারি আরাফাত রহমান কোকো স্সৃতি সংসদ,যুক্তরাজ্য”র পক্ষ থেকে মরহুম আরাফাত রহমান কোকো’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাবতলী ও বাগবাড়ী এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিম খানার উন্নয়ন প্রকল্পের অর্থ প্রদান ৷জিয়া পরিবার ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া হয়েছে ৷
বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক, বগুড়া পৌরসভার মেয়র উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রেজাউল করিম বাদশা ভাই
চেয়ারপার্সন এর উপদেষ্টা, কৃযকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি, বগুড়া ৭ আসনের সাবেক এমপি উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব হেলালুজ্জান তালুকদার লালু ভাই
গাবতলী উপজেলার সাবেক চেয়ারম্যান, গাবতলী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গাবতলী শাজাহানপুরের দ্বায়িত্বপ্রাপ্ত নেতা উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোরশেদ মিল্টন ভাই

#আরাফাত রহমান কোকো সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাবতলী, বাগবাড়ী যে সব প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজে অর্থ দেয়া হবে।

তারিখ : ২৪ জানুয়ারি বেলা ২ ঘটিকায। স্থান- জিয়াবাড়ী, বাগবাড়ী, গাবতলী, বগুড়া।

১, বাগবাড়ী সরকার বাড়ী পুরাতন জামে মসজিদ

২, বাগবাড়ী পশ্চিম পাড়া জামে মসজিদ

৩, বাগবাড়ী মারকাজুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা

৪, বাগবাড়ী তালুকদার পাড়া জামে মসজিদ

৫, লাঠিগনজ অন্ধ এতিমখানা

৬, * বায়তুর রহমান মসজিদে মিলাদের তবারক (৬৫০ জন)
* বগুড়া মহিলা এতিমখানার তবারক (৭৭০ জন)
* অন্ধ এতিমখানার তবারক (৪০ জন)
* পদ্মপাড়া এতিমখানার তবারক (৪০ জন)
* বাগবাড়ী জিয়া বাড়ীতে দোয়া মাহফিল এর তবারক (৩০০ জন)

৭, জিয়া বাড়ীতে কোরআন খতম ও অর্থ প্রদান।
৮. পদমপারা মসজিদে আর রাহমান

You might also like