মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি লন্ডন মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন

সংগ্রাম ডেস্ক: মহান বিজয় দিবসে লন্ডন মহানগর  বিএনপি পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে ১৬ ডিসেম্ভর  রাত ১২ টা ১ মিনিটে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে  জাতির শ্রেষ্ঠ সন্তান একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শহীদ মিনারে উপস্হিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক,সাধারণ সস্পাদক কয়ছর এম আহমদ, লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম.সহ-সভাপতি আব্দুর রব. যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী. সহ সাধারণ সম্পাদক তুহিন মোল্লা, সোহেল আহমেদ,সহ সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন মৃধা. আরিফুল হক.কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান.দফতর সম্পাদক নজরুল ইসলাম মাসুক. সমাজ কল্যাণ সম্পাদক দেওয়ান ময়নুল হক উজ্জ্বল.সহ-প্রচার সম্পাদক সায়েক উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ. সাংস্কৃতিক সম্পাদক আশিক বক্স. তথ্য  বিষয়ক সম্পাদক মোঃ লাল মিয়া, সহ তথ্য বিষয়ক সম্পাদক শাকিল আহমদ.ক্রীড়া সম্পাদক  সৈয়দ আতাউর রহমান ,মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নহার সাহানা. সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জামাল হোসেন. শিল্প বিষয়ক সম্পাদক  মিছবাহ উদ্দিন.সহ যুব বিষয়ক সস্পাদক জমির আলী.লন্ডন মহানগর বিএনপির সদস্য মোঃ নুরুল ইসলাম মধু.কাজী মুনীর হাসান. মোঃ শরিফুল ইসলাম. আফতাব আলী, হোসেন আহমদ, রিফাত হোসেন চৌধুরী, পটল মিয়া, মুজিবুর রহমান, মো: সাব্বির. নাসির উদ্দিন,রানা আহমেদ সোহেল,মো:হেদায়েতুল ইসলাম. মো: এসসান উজ্জামান.মোহাম্মদ সোহেল উদ্দিন সিকদার. আরিফ আহমদ,মো: আকছার. বাদশা মিয়া. মো: ইকবাল হাসান.মো: সৈয়দ হোসেন.মো: রফিক আহমদ. সৈয়দ খবির হোসেন.রেজাউল করিম.কামাল হোসেন.তারেক আহমদ প্রমুখ। https://youtu.be/T_SMukQkgEI

You might also like