মানবতার উৎকৃষ্ট উদাহরন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দল নেতা মুর্তজা বশীর আপেল।

সংগ্রাম ডেস্ক: আমার হৃদয়ের ♥️হেল্প পোষ্ট♥️ সময় থাকলে পড়ে দেখতে পারেন। আমি গতকাল একটি স্ট্যাটাস দিয়েছিলাম মূলত আমার ফেসবুক ফেন্ড এবং আমার গ্রামবাসীকে উদ্দেশ্য করে, আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করার জন্য,তার বাহিরেও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের স্টুডেন্ট মুলত যারা টিউশনি করে পড়াশোনা করত,পাশাপাশি বিভিন্ন পরিচিত সাবেক রাজনৈতিক সহকর্মী,বড় ভাই, ছোট ভাই,বিভিন্ন রাজনৈতিক দলের সার্পোটার ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই পর্যন্ত যারা আমার সাথে যোগাযোগ করেছে,আমিও প্রানান্তর চেষ্টা করে যাচ্ছি আমার সাথে যোগাযোগকারি সকলকে আমার সামর্থ্য অনুযায়ী ওনাদের নাম পরিচয় গোপন রেখে সহায়তা করতে,গতকাল আমি ফেসবুকে আমার ওয়াল থেকে একটি পোষ্ট করেছিলাম “সাহায্য করতে চাই শিরোনামে” গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত আমি ৩১ জনকে সহযোগিতা প্রদান করেছি,ওনারা সবাই আমাকে নক করেছিল,আগের পোষ্টেই বলেছি সাহায্য প্রার্থী সকলের নাম পরিচয় গোপন রাখা হবে।আরও ১৬ জন আর্থিক সহায়তা চেয়ে আমাকে নক করেছে, ইনশাআল্লাহ কথা দিচ্ছি এই ১৬ জন সহ আর ও যারা নক করবে তারা সবাই আজ এবং কালকের মধ্যে আমার সামর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা পেয়ে যাবে।আমি কথা দিচ্ছি আপনি যে কোন দলের সমর্থক হন না কেন,যে কোন ধর্মের হন না কেন,আমাকে নক করলে আমি আমার সব্বোর্চ চেষ্টা করে যাব আপনাকে আমার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করতে ইনশাআল্লাহ।কথা দিচ্ছি আমার সাথে যোগাযোগকারি কাউকে অভুক্ত রেখে আমি খাবার খাব না। আমি কোটি কোটি টাকার মালিক না। তবু আমি ও আমার পরিবার সবসময় আপনাদের ও সাধারন জনগনের পাশে থেকে আজীবন সেবা দিয়ে যাব ইনশাআল্লাহ।আমৃতু মানব কল্যানে কাজ করে যেতে পারি সেজন্য সকলের দোয়া চাই।

(লেখাটি ফেসবুক থেকে নেওয়া)

You might also like