যুক্তরাজ্য বিএনপির লন্ডনে অনুষ্ঠিতব্য গণপদযাত্রা সফল করার লক্ষ্যে যুক্তরাজ্য মহিলা দলের আলোচনা সভা।

যুক্তরাজ্য বিএনপির লন্ডনে অনুষ্ঠিতব্য পদযাত্রা সফল করতে ২১ জুলাই শুক্রবার পূ্র্ব লন্ডনের জায়মা পাঠাগারে যুক্তরাজ্য মহিলা দল এক আলোচনা সভার আয়োজন করে । সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির মহিলা সম্পাদিকা এবং যুক্তরাজ্য মহিলা দলের আহবায়ক ফেরদৌসি রহমান । এছাড়াও এতে অংশ নেন রুবিনা খান, ফেরদৌস আরা বেগম, শারমিন সুলতানা, আসমা জামান , নীলা হোসেন, আসমা আক্তার , তাসলিমা বেগম , সোনিয়া তাসমীম, রাবেয়া পাপিয়া এবং সুফিয়া পারভীন ময়না।

You might also like