যুক্তরাজ্য বিএনপির লন্ডনে অনুষ্ঠিতব্য গণ পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে রচডেলে প্রচারণায় লিফলেট বিতরণ করা হয় ।

যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক জোন-৩ এর সমাবেশ আগামী ২৬শে জুলাই ২০২৩ বুধবার ওল্ডহামে সফল করতে শুক্রবার রচডেল জালালিয়া মসজিদের সামনে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন রচডেল বি এন পির সাবেক যুগ্ন আহবায়ক সাংবাদিক সৈয়দ মিজান, রচডেল বি এন পির সাবেক সভাপতি মইন উদ্দিন , সাবেক সহ সভাপতি আশরাফ আহমদ, জাসাস সভাপতি আজির উদ্দিন , বি এন পি নেতা সৈয়দ সরকুম ইসলাম , আব্দুল আজিজ যায়েদ, সিরাজ উদ্দিন, জাকির আহমদ দুলব মিয়া , মালিক মিয়া , খায়রুল আলম , আজমল হোসেন সহ আরো অনেকে।

You might also like