সংগ্রাম ডেস্ক: কয়ছর এম আহমেদ জিয়া পরিবারের এক বিশ্বস্হ নাম। ছাত্র রাজনিতি থেকে শুরু করে এখন নেত্রিত্ত দিচ্ছেন যুক্তরাজ্য বিএনপি’র। তিন তিন বারের মত যুক্তরাজ্য বিএনপি’র সাধারন সম্পাদকের দায়িত্বে আছেন। জনগনের পাশাপাশি আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন দেশ নায়ক ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের। এতেই কিছু মানুষ হিংস্র হয়ে উঠছে তাই রাজনিতিতে না পেরে বিভিন্ন ভাবে উনার মানসম্মান নষ্ট করার চেষ্টা ব্যাস্হ কিছু লোক। কয়ছর এম আহমেদ এর নাম ব্যবহার করে অনেক ভুয়া ফেইছবুক একাউন্ট খুলা হয়েছে এবং কিছু আইডি থেকে আজে বাজে পোষ্ট করা হচ্ছে। অনেক সময় ভুয়া ভিডিও বানিয়ে সোশাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে।
কয়ছর এম আহমেদ এর নিজস্ব কোন ফেইছবুক এবং ফ্যান পেজ নেই। যদি কোন সময় প্রয়োজন হয় তবে উনি নিজে লাইভ দিয়ে সবাই’কে অবহিত করবেন।
কয়ছর এম আহমেদ এর নাম ব্যবহার করে যদি কোন ফেইছবুক রিকোয়েস্ট আসে তবে রিপোর্ট করতে সবাই’কে অনুরোধ জানিয়েছেন।