Warning: Trying to access array offset on value of type bool in /home/ibraesig/sangramtv.com/wp-content/themes/publisher/includes/libs/bs-theme-core/theme-helpers/template-content.php on line 1164

Warning: Trying to access array offset on value of type bool in /home/ibraesig/sangramtv.com/wp-content/themes/publisher/includes/libs/bs-theme-core/theme-helpers/template-content.php on line 1165

Warning: Trying to access array offset on value of type bool in /home/ibraesig/sangramtv.com/wp-content/themes/publisher/includes/libs/bs-theme-core/theme-helpers/template-content.php on line 1166

Warning: Trying to access array offset on value of type bool in /home/ibraesig/sangramtv.com/wp-content/themes/publisher/includes/libs/bs-theme-core/theme-helpers/template-content.php on line 1177

Warning: Trying to access array offset on value of type bool in /home/ibraesig/sangramtv.com/wp-content/themes/publisher/includes/libs/bs-theme-core/theme-helpers/template-content.php on line 1164

Warning: Trying to access array offset on value of type bool in /home/ibraesig/sangramtv.com/wp-content/themes/publisher/includes/libs/bs-theme-core/theme-helpers/template-content.php on line 1165

Warning: Trying to access array offset on value of type bool in /home/ibraesig/sangramtv.com/wp-content/themes/publisher/includes/libs/bs-theme-core/theme-helpers/template-content.php on line 1166

Warning: Trying to access array offset on value of type bool in /home/ibraesig/sangramtv.com/wp-content/themes/publisher/includes/libs/bs-theme-core/theme-helpers/template-content.php on line 1177

লন্ডনে বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার জন্য আলোচনা সভা ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

আমিনুল ইসলাম মুকুল, লন্ডন: সম্প্রতি ২৯ নভেম্বর ২০২১ যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের (এফআরআই) আয়োজনে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কের কমিউনিটি হলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে এবং তার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি মোঃ রায়হান উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী বুরহান উদ্দীন চৌধুরী ও ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারী মোঃ নজরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আসাদ আহমেদ।এতে স্বাগত বক্তব্য রাখেন এফআরআই এর সিনিয়র সহসভাপতি মোঃ তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসাসের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি হাজী এম এ সালাম, ছাত্র শিবিরের সাবেক সিলেট জেলা সভাপতি আব্দুল্লাহ আল মুনিম, ইষ্ট লন্ডন বিএনপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান এবং জাস্টিস ফর ভিকটিমস এর সভাপতি জহিরুল ইসলাম।দোয়া পরিচালনা করেন
বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের যুগ্ন আহবায়ক মাওলানা শামীম আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মাহিদুর রহমান বলেন, দেশ আজ এক বন্দিশালায় পরিণত হয়েছে। মানুষের মৌলিক অধিকার কেরে নিয়ে অবৈধ সরকার দেশকে একটি কারাগারে পরিণত করেছে। সাবেক সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে টেলে দিচ্ছে এই সরকার।তিনি অবিলম্বে সরকারকে বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ব্যবস্থা করার আহ্বান জানান।

প্রধান বক্তা ব্যারিস্টার আব্দুস সালাম বলেন, সরকার চাইলে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে পারে।খালেদা জিয়ার কিছু হলে নিশি রাতের অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এর দায়ভার নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মুনিম বলেন, বেগম জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে বিদেশ যাওয়ার অনুমিতি দিতে হবে, নিরপরাধ জামায়াতে ইসলামীর নেতা কর্মীদেরও মুক্তি দিতে হবে।নতুবা এই সরকারকে ইতিহাস ক্ষমা করবে না।

সভাপতির বক্তব্যে মোঃ রায়হান উদ্দীন বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে অবৈধ মাফিয়া সরকারের মন্ত্রী-এমপিদেরও বিদেশে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এফআরআই’র সিনিয়র সহসভাপতি করিম মিয়া, সহসভাপতি আমিনুল ইসলাম মুকুল, আলী আহমদ, মির্জা আবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ খান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, মোঃ আমিনুল ইসলাম সফর, মোহাম্মদ কামরুল ইসলাম রকিব, রুজেল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, মোঃ মামুন মিয়া ,ফয়েজ আহমদ, অফিস সম্পাদক আলী উজ্জল, প্রচার সম্পাদক মোহাম্মদ ফান্টু, মানবাধিকার কর্মী লুৎফুর রহমান, খলিলুর রহমান, হুমায়ুন আহমদ, মোঃ নুরুল ইসলাম মাসুদ, মোঃআনিসুর রহমান, সুহেল মিয়া , সাইফুল মিয়া, মোঃআব্দুল মোহিত ,সিরাজ উদ্দীন, মোঃখলিলুররহমান, মোঃ ফজল আহমদ , মোঃ সায়েক উদ্দীন, মোঃ রুহুল আমিন, সাবের আহমদ প্রমুখ।এছাড়া অনুষ্ঠানে ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল (এফআরআই) এর কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।

You might also like