শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা

সংগ্রাম ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, ‘৭১ এর রণাঙ্গনের মহানায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদস্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার, ১লা জুন, ২০২০ বিকাল ৪ ঘটিকার সময় লন্ডন মহানগর বিএনপি এর উদ্যোগে ফেইসবুক লাইভ ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কোভিড১৯ এর জন্য সোশ্যাল ডিসটেন্সিং রক্ষা করে এবারের স্মরণ সভা ভার্চুয়ালি আয়োজন করা হয়েছে।
আলোচক:
আলহাজ্ব এম এ মালিক
সভাপতি, যুক্তরাজ্য বিএনপি
জনাব কয়ছর এম আহমদ
সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি।
Topic: *শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও উন্নয়নের রাজনীতি*
Time: Jun 1, 2020 04:00 PM London, UK,
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/86290001497…
Meeting ID: 862 9000 1497
Password: 073737।
এতে সবাইকে স্যোশাল মিডিয়ার মাধ্যমে আলোচনা সভায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
অনুরোধ ক্রমে:
মোঃ তাজুল ইসলাম, সভাপতি
আবেদ রাজা, সাধারণ সম্পাদক
খালেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক
লন্ডন মহানগর বিএনপি।

You might also like