সংক্ষিপ্ত সফরে দেশে যাচ্ছেন রাহি।
সংগ্রাম ডেস্ক: আজ লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট হয়ে বাংলাদেশ যাচ্ছেন (F&F Business Group) এর অন্যতম সদস্য রাহি হুসেন। তিনি সময় সল্পতার কারনের আত্নীয় স্বজন বন্ধু বান্ধব অনেক কেই বলে যেতে পারেনি নাই বলে দুঃখ প্রকাশ করেছেন।
আগামী ২৭শে মার্চ লন্ডনে ফিরে আসার কথা রয়েছে।