সময় পেলে আবার যাবো নিজ মাতৃভূমিতে -কয়ছর আহমেদ

সময় পেলে আবার যাবো নিজ মাতৃভূমিতে -ধানের শীষের সুভাষ নিয়ে, মাটি ও মানুষের সাথে মিশতে । লন্ডনে এসে পৌঁছে কয়ছর আহমেদ

  • আরিফ মাহ্ফুজ, বিশেষ প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বাংলদেশে সংক্ষিপ্ত সফর শেষে লন্ডনে এসে পৌঁছেছেন। মঙ্গলবার দুপুরে সফরসঙ্গীদের নিয়ে এক বিশেষ ফ্লাইটে হিথরো বিমান বন্দরে পৌঁছান। এসময় ফুল দিয়ে নেতাকে বরণ করেন বিএনপি , যুবদল , সেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। দীর্ঘ ১ যুগ পর গত ২০সে অক্টোবর ৮৫জন সফর সঙ্গী নিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন কয়ছর এম আহমেদ। সেসময় ঢাকা ও সিলেট বিমান বন্দরে হাজার হাজার নেতাকর্মী তাকে বোরন করতে আসেন। সক্ষিপ্ত সফরের মধ্যেও তিনি সুনামগঞ্জ -সিলেট , বগুড়া সহ একাধিক স্থানে বিপুল উদ্দীপনার মধ্যে সংবর্ধিত হন তিনি।
বিগত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে যুক্তরাজ্য বিএনপির সহযোগিতায় যুক্তরাজ্যে তুমুল আন্দোলন সংগ্রাম গড়ে তুলেন কয়ছর এম আহমেদ। প্রবাসে দুর্বার আন্দোলনের কারণে শেখ হাসিনার শীর্ষ টার্গেটে পরিণত হন কয়ছর এম আহমেদ। আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় এই নেতার বাংলদেশের গ্রামের বাড়ি , বন্ধ করে দেয়া হয় ব্যবসা প্রতিষ্ঠান। ঘরবাড়ি ছাড়া করা হয় আটটায় স্বজনদের। গত ৫ই আগস্ট ছোট্র জনতার প্রবল আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে বর্তমান সরকারের আমলে নিজ দেশে যাওয়ার সিদ্ধান্ত নেন তিন।

দেশ থেকে এসে হিথরো বিমান বন্দরে সক্ষিপ্ত আকারে মিডিয়াকে দেয়া ব্রিফিংয়ে এই নেতা বলেন , এক যুগ পর দেশে গিয়ে অনেক ভালো লেগেছে। দেশের মানসূহের অকৃতিম ভালোবাসায় আমি সিক্ত হয়েছি। মানুষ যুক্তরাজ্য বিএনপির বিগত দিনের আন্দোলনকে মনে রেখেছে , মূল্যায়ন করেছে। বিশেষ করে সারা দেশের মানুষ পথ চেয়ে বসে আছে দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পথ চেয়ে , যেখানেই গিয়েছি সেখানেই প্রশ্ন প্রিয় নেতা আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান কৰে আসবেন। সর্বোপরি আমায় দেশের সকল নেতাকর্মী , বন্ধু বান্ধবের কাছে কৃতজ্ঞ। সময় পেলে আবার যাবো নিজ মাতৃভূমিতে -ধানের শীষের সুভাষ নিয়ে। মুক্ত হাওয়ায় ঘুরতে,মাটি ও মানুষের সাথে মিশতে ।

You might also like