সরকার নিশ্চিত ভারসাম্য হারিয়েছে- শাকিলা ফারজানা
সংগ্রাম ডেস্ক: পরিস্থিতি বলে দিচ্ছে, সরকার নিশ্চিত ভারসাম্য হারিয়েছে। উদ্ভূত নেতিবাচক পরিস্থিতি সামাল দিতে পারছে না। অবস্থা এমন দাঁড়িয়েছে ক্ষমতার ভর ও ভারকেন্দ্র কোথায়, জনগণ কিছুই বুঝে উঠতে পারছে না। প্রতিটি ভুল সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে সরকার নতুন নতুন ভুলের জন্ম দিচ্ছে। পরিণামে অসংখ্য ভুলের মাশুল দিতে হচ্ছে জনগণকে। সরকার ও নীতিনির্ধারকরা যে দিকে হাত দিচ্ছেন সে দিক থেকেই ভুলের খেসারত বুমেরাং হয়ে আসছে। মারাত্মক ধরনের ও বিপর্যকর এই মহাভুলগুলো হয়তো ভুল করেও করার চিন্তা মাথায় না-ও থাকতে পারে। কিন্তু ক্ষমতার দম্ভ-অহমিকা ধরাকে সরা জ্ঞান করতে বাধ্য করছে বলেই মনে হয়। ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতা বিসর্জন দিয়ে নিজে এবং বংশবধদের দ্বারা বিশেষিত ‘তাহাজ্জুদ পড়া’ প্রধানমন্ত্রী এখন চাকরবাকর পরিবেষ্টিত হয়ে প্রকাশ্যে সালমান-ক্যাটরিনা’র উলঙ্গ নাচ দেখছেন এবং জাতিকেও দেখাচ্ছেন। মোসাহেব ও চাটুকার পরিবেষ্টিত সরকার ক্ষমতার মোহে অন্ধ না হলেও কিভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে তা টেরও পাচ্ছে না।