সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নর্থইষ্ট বিএনপির মুরব্বি জনাব আজিম উদ্দিনের মৃত্যুতে নর্থইষ্ট বিএনপির শোক
নর্থইষ্ট বিএনপি অন্যতম সিনিয়র সদস্য জনাব আজিম উদ্দিন গতকাল রাতে মৃত্যু বরণ করেন “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন” তিনি দীর্ঘ দিন যাবত বিভিন্ন শারিরীক সমস্যায় ভুগ ছিলেন, তিনি সব সময় নর্থইষ্ট বিএনপি পরিবারের সাথে ছিলেন সক্রিয় এবং বিভিন্ন সময় সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেন ।
উনার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য – নর্থইষ্ট শাখা। নর্থইষ্ট বিএনপি পরিবার তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উনার মৃতুতে শোক প্রকাশ করেছেন সদ্য বিলুপ্ত
নর্থইষ্ট বিএনপি প্রধান উপদেষ্টা মোঃ মোশাহিদ আহমেদ উপদেষ্টা সৈয়দ আতাউর রহমাবন উপদেষ্টা শাহান আহমেদ চৌধুরী সভাপতি আব্দুল মান্নান মুন্না
সাধারণ সম্পাদক সৈয়দ মোসাদ্দেক আহমেদ সিনিয়র সহ সভাপতি জহুর আলী সহ সভাপতি
মিসবাহ তরফদার, আহসানুজ্জামান আরিফ, আকলাকুল আলম শিবু , সৈয়দ মোকার্রামিন, মাহি এ চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ খান আতাউর রহমান মোমিন সহ সাধারন সম্পাদক সৈয়দ মারহানুল হক বদর উদ্দিন মল্লিক নয়ন সৈয়দ ময়নুল আহমেদ সাংগঠনিক সম্পাদক মীর্জা আবু তৈয়ব রায়হান সৈয়দ শরিফ আহমেদ, সুজাউল করিম, সাইফুল আলম, রুবেল মাহমুদ, সৈয়দ ফয়জুল ইসলাম, লুৎফুর রহমান, তারেক আহমেদ চৌধুরী, মল্লিক শহিদ আহমেদ, গোলাম কিবরিয়া, সৈয়দ হুমায়ুন রশিদ,মইনুল ইসলাম,বদর উদ্দিন,কবির আহমেদ মাসুম, সাহাব উদ্দিন প্রমূক।।