“সিলেটে মাহবুব আলী খানের নামে হাসপাতাল ও স্টেডিয়াম করার দাবি খালেদ চৌধুরীর”।

“সিলেটে মাহবুব আলী খানের নামে হাসপাতাল ও স্টেডিয়াম করার দাবি খালেদ চৌধুরীর”।

বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান, রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এ বক্তব্য রাখছেন স্মৃতি সংসদের যুগ্ন সম্পাদক খালেদ চৌধুরী, এ বক্তব্যে তিনি বলেন আমাদের দক্ষিণ সুরমায় ভালো কোনো হাসপাতাল নাই যদি বিএনপি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে তাহলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একটি ভালো মানের হাসপাতাল “মাহবুব আলী খান” নামে করার দাবি জানান। সাথে খেলাধুলার জন্য একটি স্টেডিয়াম এর জন্য ও দাবি করেন।

উক্ত সবায় উপস্তিত ছিলেন আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উনার সহধর্মিনী দক্ষিণ সুরমার কৃতি সন্তান ডক্টর: জুবায়দা রহমান।

You might also like