সিলেট-৪ বহিরাগত হলে আসন হারাবে বিএনপি

  • আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত সিলেট ৪ আসনে স্হানীয় প্রার্থী দেখতে চায় জনগণ।

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জন্মগত ভাবে সিলেট( ৪) আসনে কোন স্হানীয় প্রার্থী দেখা যায়নি, তবে ত্রয়োদশ নির্বাচনে এই প্রথা বিলুপ্ত হতে যাচ্ছে । এই আসনে জনগন কোন ভাবেই বহিরাগত প্রার্থী চান না।

সিলেট ৪ আসনে ইতোমধ্যে স্হানীয় অনেক যোগ্য প্রার্থী রয়েছেন যারা বিএনপির মনোনয়ন পেলে অনায়াসে প্রতিপক্ষের যে কোন প্রার্থীকে সহজে হারিয়ে দিতে পারেন।

সিলেট ৪ আসনের জনগণের সাথে আলাপকালে তারা জানান বিএনপি যদি বহিরাগত কাউকে এখানে নমিনেশন দেয় তবে বিএনপির অনেকেই জামায়াতের প্রার্থীর পক্ষে প্রকাশে নির্বাচন করবেন এবং অনেকেই এ নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নিবেন।

যা বহিরাগত প্রার্থী বিপুল ভোটে হারবেন এবং জামায়াত স্হায়ী ভাবে আসনটি পেয়ে যাবে।

বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনটির ভাগ‍্য এখন নির্ভর করছে হাই কমান্ডের সময়োপযোগী সিদ্ধান্তের উপরে।

You might also like