- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত সিলেট ৪ আসনে স্হানীয় প্রার্থী দেখতে চায় জনগণ।
স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জন্মগত ভাবে সিলেট( ৪) আসনে কোন স্হানীয় প্রার্থী দেখা যায়নি, তবে ত্রয়োদশ নির্বাচনে এই প্রথা বিলুপ্ত হতে যাচ্ছে । এই আসনে জনগন কোন ভাবেই বহিরাগত প্রার্থী চান না।
সিলেট ৪ আসনে ইতোমধ্যে স্হানীয় অনেক যোগ্য প্রার্থী রয়েছেন যারা বিএনপির মনোনয়ন পেলে অনায়াসে প্রতিপক্ষের যে কোন প্রার্থীকে সহজে হারিয়ে দিতে পারেন।
সিলেট ৪ আসনের জনগণের সাথে আলাপকালে তারা জানান বিএনপি যদি বহিরাগত কাউকে এখানে নমিনেশন দেয় তবে বিএনপির অনেকেই জামায়াতের প্রার্থীর পক্ষে প্রকাশে নির্বাচন করবেন এবং অনেকেই এ নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নিবেন।
যা বহিরাগত প্রার্থী বিপুল ভোটে হারবেন এবং জামায়াত স্হায়ী ভাবে আসনটি পেয়ে যাবে।
বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনটির ভাগ্য এখন নির্ভর করছে হাই কমান্ডের সময়োপযোগী সিদ্ধান্তের উপরে।