সেনা প্রধানকে আমেরিকায় তলব করেছে জাতিসংঘ.
সাবেক সেনা প্রধানের ভিসা বাতিল করে বর্তমান সেনা প্রধানকে আমেরিকায় তলব করেছে জাতিসংঘ.
গতকাল পররাষ্ট্র মন্ত্রী বলেছেন আমেরিকায় প্রতিবছর নাকি ৬ লাখ মানুষ গুম হয়. পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে ইউএস এম্বেসী.
দেখি মমিন সাহেব এখন কি ব্যাখ্যা দেন. তবে আমেরিকার এই হটাৎ তৎপরতায় ভারত এতো চুপ চাপ কেন এটাই এখন বড় প্রশ্ন !!