২ সন্তানের মধ্যে ১ সন্তান রেখে ভাগিনার হাত ধরে উধাও সুন্দরী মামী

মামী রুমি আক্তার ও ভাগিনা সাইফুল ইসলাম

পরকীয়ার টানে ভাগিনার (স্বামীর বোনের ছেলে) সাথে পালিয়ে গেছে মামী রুমি আক্তার। নোয়াখালী সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন থেকে গত ২৭শে সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে এক শিশুকে ঘুমে রেখেই পালিয়ে যান তিনি। এরপর আত্মীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি , নোয়াখালী সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের পঃ চরমটুয়া গ্রামের মাওঃ নজীর আহমদ এর বাড়িতে এই ঘটনা ঘটে।

ভাগিনা সাইফুল ইসলাম পেশায় যেকোনো অনুষ্ঠানে গেইট পেন্ডেল এর কাজ করতো। তার বাড়ি পঃ চরমটুয়া গ্রামে।

জানা গেছে, সফিগঞ্জ চৌরাস্তা এলাকার সৌদি প্রবাসী আলমগীর হোসেনের সাথে ৮ বছর পূর্বে একই ইউনিয়নের একই গ্রামের মাঃ নজীর আহমদ এর বাড়ির মাওলানা নজীর আহমদ এর মেয়ে রুমির সাথে বিয়ে হয়। গত কয়েক মাস ধরে আলমগীরের বোনের ছেলে সাইফুলের সাথে রুমির পরকিয়া প্রেম চলছিলো। সেই প্রেমের টানে গত ২৭ সেপ্টেম্বর তারা পালিয়ে যায়। এসময় তার ৭ বছরের মেয়ে আফরিন কে ঘুমে রেখে, ও ১৩ মাস বয়সের ছোট মেয়েকে নিয়ে পালিয়ে যায়।

You might also like