আহমেদ চৌধুরী ফয়েজ এর মরহুমা মাতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত৷
সংগ্রাম ডেস্ক:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট এম সি বিশ্ববিদ্যালয় কলেজ এর সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা মনি চৌধুরীর মাতার স্বরনে আজ বাদ এশা শেডুয়েল এর একটি স্হানীয় একটি হলে দোয়া মাহফিলের আয়োজন করাহয়।
এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কয়সর এম আহমেদ ,এম এ সাত্তার, শহিদুল ইসলাম মামুন, তাহের রায়হান চৌধুরী পাবেল, আবেদ রাজা, ছালেহ গজনবি, জিলান আহমেদ, তোফায়েল বাসিত তপু,ফখরুল ইসলাম বাদল, শেখ তপু, এনামুল হক লিটন, আব্দুল বাসিত বাদশা, মনি চৌধুরী, হেলাল নাসিমুজ্জামান, দেওয়ান বাসিত, সোয়ালিন করিম চৌধুরী, রাজিব আহমেদ চৌধুরী, খালেদ চৌধুরী,
মীর জসিম উদ্দিন জিলহাদ, মুস্তাক আহমেদ, রাজিব আহমেদ, জাকির মুফতি, জামিল আহমেদ, বদ্রুল হুদা নুরু, ওয়াদুদ কাবেরি, পটল, নোমান আহমেদ, আখলাক আহমেদ,ইমরান আহমেদ, নাসিম আহমেদ, মুফাজ্জুল করিম মাসুম, শাহ আলম কাসেম, রাজু চৌধুরী, আব্দুল বাসিত, খলিলুর রহমান,
লায়েক মোস্তাফা ,এজে মো: লিমন, আব্দুর রকিব চৌধুরী, বাবর চৌধুরী,বাকি বিল্লাহ জালাল,
ইমরানুল হক রাসেল, সুমন আহমেদ, শেখ সাদেক আহমেদ, বাবুল আহমেদ, আবুল খায়ের, আরিফ আহমেদ,
মারহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল উম্মাহর খতিব আবুল হাসনাত।
এসময় দোয়া ও মোনাজাতে উপস্হিত ছিলেন অনেকেই।