বাংলাদেশ ন্যাশনালিষ্ট বৃটিশ “ল” স্টুডেন্টস এলায়েন্স (BNBLSA) এর অনশন পালিত

সংগ্রাম ডেস্ক: বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুক্তরাজ্যের  ঐতিহাসিক স্থান  লন্ডনের ট্রাফেলগার স্কয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ছাত্রনেতারা অনশন-ধর্মঘট করে।।  এই সময় উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা  সোহেল শরিফ মোহাম্মদ করিম, সাবেক ছাত্রনেতা বাংলাদেশ ন্যাশনালিষ্ট বৃটিশ “ল” স্টুডেন্টস এলায়েন্স (BNBLSA) এর সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক শেখ সোহেল মিয়া,  সাবেক ছাত্রনেতা মো: ইমরান আহমেদ, সাবেক ছাত্রনেতা মিলাদুর রহমান লিটন, BNBLSA এর সাবেক ছাত্রনেতা হাসিবুল হাসান জনি, মো : তারেক ইকবাল, কাউসার আহমেদ মুন্না, মোস্তাক মোহাম্মদ শাওন, মো কবির উদ্দিন ও আবু সালেহ মোহাম্মদ মাসুম বিল্লাহ , সাইফুল ইসলাম (ঢাকা কলেজ),মোহাম্মদ শামীম পারভেজ জুয়েল ( জগন্নাথ বিশ্ববিদ্যালয়),

 মোঃ দেলোয়ার হোসাইন,রাকিবুল ইসলাম, কামরুজ্জামান চৌধুরী

সহ আরো অনেক সাবেক ছাত্রনেতৃবৃন্দ।। এই সকল ছাত্রনেতৃবৃন্দের দাবি বেগম জিয়াকে প্রতিহিংসা পরায়ন রায়ের মাধ্যামে ভোটবিহীন সরকারের প্রধানমন্ত্রী তাকে জেলে বন্দী করে রেখেছে।। তারা এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবী করেন।

You might also like