জৈন্তাপুরে দিল্লিতে মুসলিম গণহত্যার প্রতিবাদে সভা অনুষ্ঠিত

 

শাহজাহান কবির খান জৈন্তাপুর থেকে :: সিলেট জৈন্তাপুর উপজেলায় ভারতের রাজধানি নয়া দিল্লিতে মুসলিম গণহত্যার প্রতিবাদে সম্মিলিত উলামা পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩টায় জৈন্তাপুর ঐতিহাসিক বটতলায় সম্মিলিত উলামা পরিষদ‘র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও মাওলানা মোস্তাক আহমদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- আশরাফুল উলুম নিজপাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হামিদ, লামনীগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কুদ্দুছ, রাজনীতিবিদ মাওলানা কবির আহমদ, রাওজাতুল ইসলাম চাক্তা কওমি মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাসউদ আজহার, মাওলানা উবায়দুল্লাহ দরবস্তী, মাওলানা দেলোয়ার হোসেন জামিল, মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আলি আহমদ, মাওলানা মিনহাজুল ইসলাম, মাওলানা সালিম আহমদ, মাওলানা আলিম উদ্দিন বিন আহমদ, মাওলানা হাফিজ আলিম উদ্দিন, হাফিজ কয়েছ আহমদ, মৌলভী হারিছ উদ্দিন, আব্দুল্লাহ আল মাহফুজ, বিলাল আহমদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতের নয়া দিল্লিতে মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের উপর গুলি চালানো এবং রড দিয়ে বেধড়ক ভাবে পেটানোর ঘটনাও ঘটেছে। এমনকি অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হয়েছে। এছাড়া সেখানকার মাদ্রাসা, মসজিদ, স্কুলসহ বিভিন্ন স্থাপনায়ও হামলা চালায় উগ্রপন্থি হিন্দুরা। ভারতের সংবাদ মাধ্যম সহ আন্তজার্তিক সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমরা এ ঘৃনিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারই সাথে মুজিব বর্ষে আমাদের সম্প্রতির দেশে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রন বাতিল করারা জোর দাবি জানান।

You might also like