আমার অক্সিজেন প্রিয় রামগঞ্জের শ্রদ্ধেয় জনগণ- ইয়াছিন আলী
সংগ্রাম ডেস্ক: প্রিয় রামগঞ্জ ও আমার অক্সিজেন শ্রদ্ধেয় জনগণ
হে নতুন সূর্য,ভুলিয়ে দাও,আজ যত দুঃখ বেদনা।তোমার সোনালী আলোয়।হে নতুন সকাল,উড়িয়ে নিয়ে যাও,এই মহামারী করোনা,তোমার স্নিগ্ধ হাওয়ায়।হে নতুন বছর, তুমি নিয়ে এসো সুখ-আশা,স্বপ্ন আর ভালবাসার অফুরন্ত ঝুরিলয়ে।
এই দুর্দিনে আমি আপনাদের পাশে থাকতে চাই,কিন্তু ছাত্র রাজনীতি করার কারণে অর্থ উপার্জনের কথা ভুলেই গিয়েছিলাম নিষ্ঠার সহিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জাস্টিন ট্রুডো তারেক রহমানের উপর পূর্ণ আস্থা রেখে দির্ঘ ৩৩ বছরে একজন খাঁটি রাজনৈতিক কর্মী হওয়ার চেষ্টা করেছি। তারপরও আমি আমার যত্সামান্য সম্পদ নিয়ে আপনাদের সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি। মন কাঁদে আমার রামগঞ্জের দরিদ্র অসহায় শ্রমজীবী, দিনমজুর, স্বামীর হারা মা বোন, হতদরিদ্র হিন্দু সম্প্রদায়়, দুস্থ অনাথ এতিম শিশুদের জন্য।
ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি আমার ক্ষুদ্র সহযোগিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
প্রিয় রামগঞ্জ তুমি চোখের জল ফেলো না,তুমি কেঁদো না। তোমায় সবাই ভুলে গেলে আমি ভুলব না।
প্রিয় রামগঞ্জ বাসি দোয়া করবেন আপনাদের এই সন্তানের জন্য।
ইয়াছিন আলী
সাংগঠনিক সম্পাদক
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল