৯১ তম দাফন সম্পূর্ণ করলো টিম খোরশেদ।

সংগ্রাম ডেস্ক: আজ ২৮ জুন রবিবার, ২০২০।আমাদের ৯১ তম দাফন।দেলপাড়া, কুতুবপুর নিবাসী শামীম আারা বেগম (৬০) গতকাল রাত ১০ টায় করোনা আক্রান্ত হয়ে নিউ লাইফ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য Mostafa Chowdhury এর আহবানে টিম খোরশেদ আজ বাদ ফজর মরহুমার গোসল,কাফন,জানাযা ও দাফন সম্পূর্ণ করেছে।আমাদের সহযোগিতা করেন টিম মোস্তাফার স্বেচ্ছাসেবকবৃন্দ।আজ টিমে ছিলেন রোজিনা বেগম ইউপি মেম্বার, আমাদের কুতুবপুর ইউনিয়ন প্রতিনিধি ও প্লাজমা টিমের সদস্য মোস্তাফিজুর রহমান সুমন,খন্দকার নাইমুল আলম, হাফেজ শিব্বির,কাকলী বেগম, নাইম ও সেলিম মোল্লা ।

You might also like