খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ৪ মামলা স্থগিত

বিএনপির চেয়ারপারসন ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ সোমবার, আগস্ট ১৭, ২০২০ এ আদেশ দেন। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল।

মিরপুরের দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় ২০১৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলকভাবে এসব মামলা করা হয়।

You might also like