প্রচার দল থেকে রাজিব বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:বিএনপির প্রচার প্রচারণায় স্বতন্ত্র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সাধারন সম্পাদক রাজিব কুমার ঘোষকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর ) দিনগত রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন প্রচার দলের দফতরের দায়িত্ব থাকা আশরাফুল আলম আহাদ।

আশরাফুল আলম আহাদ বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত এবং প্রবাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধারাবাহিক ভাবে দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল-বিএনপিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব কুমার ঘোষ কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
তিনি আরও জানান, এই বহিষ্কারাদেশ দলীয় গঠনতন্ত্রে বর্ণিত সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরাম সম্মানিত উপদেষ্টা মহোদয়গনের সম্মতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল-বিএনপিপি প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহফুজ কবির কার্যকর করেছেন।

অদ্য হতে বহিষ্কারকৃত রাজীব কুমার ঘোষের সহিত বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল-বিএনপিপি’র কোনধরনের সম্পৃক্ততা নেই। এ বিষয়ে তিনি, দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরাদের সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ করেন।

You might also like