ধর্ষণ ছাত্রলীগের চরিত্রগত ঐতিহ্য: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ষণ ছাত্রলীগের চরিত্রগত ব্যাপার । সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান তিনি । গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন । বিএনপি মহাসচিব বলেন, এ ঘটনাই প্রমাণ করে দেশে কারো কোন নিরাপত্তা নেই । আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
তিনি বলেন, কক্সবাজারের সব পুলিশ সদস্যকে একযোগে বদলি প্রমাণ করে ঐ এলাকায় যত হত্যাকান্ড হয়েছে তার সাথে সরকারের উপরের মহল জড়িত । বর্তমান সরকার ইতিহাস বিকৃত করে নাটক তৈরি করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব । তিনি বলেন, ইনডেমনিটি নাটক প্রচারের মাধ্যমে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যাচার করা হচ্ছে ।