আন্তর্জাতিক নেটওয়ার্ক কোম্পানীর নামে অর্থ লুটে নিচ্ছে আবু সায়েম

ঢাকা প্রতিনিধি: আন্তর্জাতিক নেটওয়ার্ক কোম্পানী জিউনিস গ্লোবালের (Jeunesse Global ) সুনাম নষ্ট করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মো: আবু সায়েম । জিউনাস গ্লোবালের নিয়ম নীতি অমান্য করে আবু সায়েমের গ্রুপ নানা প্রলোভন দেখিয়ে ইতিমধ্যে দেশ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে । তার ডাউনলাইন’র অনেকে জানান, সায়েম ক্যাশ টাকার বিনিময়ে পন্য দিবে বলে পন্য দিচ্ছে না । এছাড়া অনেকে sapphire rank এর জন্য কয়েক লক্ষ টাকা ক্যাশ দিয়েছে । কিন্তু তারা পরবর্তীতে দেখে তাদের অনলাইনে কোন সিভি /পয়েন্ট যোগ হয়নি । এছাড়া ডাউনলাইনের কোন পয়েন্ট না থাকায় সায়েম বিগত ৭ মাসের অধিক সময় ধরে Ruby Rank এ রয়েছে । মুলত সায়েম তার আগের নেটওয়ার্ক গুলোর জনবলকে ব্যবহার করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার পায়তারা করছে । জিউনিস গ্লোবালের কোন নিয়মনীতি মান্য করছে না সায়েমের টিম মেম্বাররা । এছাড়া এই ব্যবসার সঠিক তথ্য তুলে না ধরে বরং ক্যাশ অর্থ হাতিয়ে নিচ্ছে ।
সায়েমের বিরুদ্ধে অভিযোগ :

১/ ক্যাশ টাকা বিনিময়ে পন্য দেয়ার নামে অর্থ লুট । যদিও কোম্পানীর পলিসিতে তা নেই ।
২/ যার যার আইডি থেকে পন্য কিনতে হবে । কিন্তু আবু সায়েম তার কাছে কয়েকজনের আইডি থেকে পন্য কিনে দিচ্ছে ।
৩/ অনেকে কাছ থেকে ৭-৯ লক্ষ টাকা ক্যাশ নিয়েছে , কারো পন্য এবং একাউন্ট এক্টিভ করেনি ।
৪/ অধীক মুল্যে টিমের সদস্যদের কাছে পন্য বিক্রির অভিযোগ ।
৫/ শুধু মাত্র সায়েমের কয়েকজন সদস্যের আইডি থেকে পন্য কিনছে ।
৬/ আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট করছে , আগামীতে তার চলনার কারনে দেশের মার্কেটে সদস্য পাওয়া কঠিন হবে ।
৭/ জিউনাস গ্লোবালের সাথে ব্যবসার সঠিক তথ্য তুলে দিচ্ছে না ।
৮/ দামী দামী হোটেলে সেমিনারের কথা বলে চাঁদা কলেকশন ।
৯/ আবু সায়েম লিডার হিসেবে পরিচয় দিয়ে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ।

আবু সায়েমের টিমের ভুলের কারনে বাংলাদেশের মার্কেটে নেতিবাচক প্রভাব পড়তে পারে । যার ফলে বাহিরের দেশের বাংলাদেশীরা ভালো করলেও দেশের মার্কেটে অনেকে যুক্ত হবে । এই ধরনের ভুলের জন্য ডেসটিনি বাংলাদেশের মার্কেটে তাদের ব্যবসা করতে পারেনি । একই ভাবে সায়েমের মত অনেকের ভুলের কারনে সরকার এবং মেম্বাররা কোম্পানীটিকে বন্ধ করে দিতে পারে ।

জিউনাস গ্লোবাল ১৫৬ টি দেশে অনলাইন / অফলাইন মার্কেটিং বাবদ কোন প্রকার খরচ করতে হচ্ছে না । ফলে তারা ডিস্ট্রিবিউটদের মাঝে অধীক মুনাফা বন্টন করে যাচ্ছে । তাই কোম্পানীটি থেকে কয়েক মাসের মধ্যে প্রতি মাসে প্রায় ২ থেকে ৩৫ লক্ষ টাকা মুনাফা অর্জন করা সম্ভব বলে জানান প্রতিষ্ঠানটি ।

এদিকে আমেরিকার বাংলাদেশী টিম থেকে ৩ জন ডায়মন্ড এবং ২৯ জন Ruby Rank অর্জন করেছে । এবছরের মধ্যে আরো ৪ জন ডায়মন্ড হবে বলে জানান  ।

জিউনাস গ্লোবাল ইতিমধ্যে বাংলাদেশে তাদের ব্যবসা শুরু করছে । সঠিক ভাবে বুঝে শুনে ব্যবসা করলে জিউনাস গ্লোবাল থেকে মাসিক কয়েক লক্ষ টাকা আয় করা যাবে । তাই অনলাইনে কল দিয়ে জিউনাস গ্লোবালের ব্যবসাকে বুঝার আহবান জানিয়েছে কােম্পানীটির আমেরিকা ,মালেয়শিয়া , কানাডার বাংলাদেশী কমিউনিটির টপ লিডাররা । এছাড়া আমেরিকার বাংলাদেশীদের অনেকে এই কোম্পানী থেকে ডায়মন্ড হয়েছে । তাই আর্ন্তজাতিক টপ লিডারের তত্বাবধায়নে কাজ করার আহবান জানিয়েছে । অন্যথায় ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে , তা দেখার আহবান জানিয়েছে ।

 

কোম্পানীর কিছু তথ্য :

১/ বাংলাদেশ থেকে ভারত ছাড়া অনেক দেশের ঠিকানায় প্রোডাক্ট কিনেত পারবেন ।
২/ আপনি ১৪ দিনের মধ্যে ফোন দিয়ে অর্থ ফেরত চাইতে পারবেন ।
৩/ প্রোডাক্ট ডেলিভারি না আসলে , অর্থ ফেরত চাইতে পারবেন । সেই অর্থ ৭ দিনের মধ্যে ফেরত আসবে ।
৪/ আপনার ইউজার লগইন করার পর , সাপোর্টে ক্লিক করে লাইভ চ্যাট করতে পারবেন ।
৫/ আমেরিকার সময়ের সাথে লাইভ সাপোর্ট না ফেলে , আপনি তাদের মেসেজ রাখতে পারেন । পরবর্তীতে আপনার উত্তর দিয়ে দিবে । এই পদ্ধতিকে টিকেট বলে ।
৬/ আপনি তিন দিনের মধ্যে ডানে-বামে আপনারা ডাউন লাইনের সদস্যকে মুভ করতে পারবেন ।
৭/ ছয় মাস পর আপনি আপনার দেশ বদল করতে পারেন । যদি আপনি প্রবাস থেকে দেশে আসেন ।
৮/ জিউনাস গ্লোবালের মোবাইল অ্যাপস ব্যবহার শিখুন । তাহলে সব কিছু বুঝতে সহজ হবে ।
৯ /জিউনাস গ্লোবাল একটি অনলাইন ভিত্তিক ব্যবসা ।
১০/ আর্ন্তজাতিক কোম্পনীকে সময় দিয়ে কোম্পানীর পলিসি মত চলার চেষ্টা করুন ।

 

 

কিভাবে আপনার পয়েন্ট দেখবেন:

Login –> click করুন  …OLD HOME PAGE

BINARY INFORMATION – Left Point and Right point দেখা যাবে ।

কোম্পানীটির সঠিক ব্যবসা বুঝার জন্য কিছু ভিডিও :: 


You might also like