দক্ষিণ সুরমার পিরোজ পুরে প্রবাসীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
সিলেট দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের পিরোজ পুরে প্রবাসীদের উদ্যোগে পিরোজ পুর উন্নয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় মাহে রমজান ও করোনা ভাইরাসের কারণে দুস্থ,আসহায় লোকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে জনপ্রতি ৫০ কেজি চাল, ছুলা, সয়াবিন তেল, পেয়াজ, ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে পিরোজ পুর ইছরাইল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল (১২ এপ্রিল- সোমবার) পিরোজ পুর উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট মহসিন আহমদ চৌধুরী দুলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইমরানুজ্জামান ইমরানের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে বক্তব্য রাখেন পিরোজ পুর উন্নয়ন পরিষদের উপদেষ্টা মন্ডলির সদস্য হাজী মোহাম্মদ আলী. হাজী আব্দুন খালিক. আখতারুজ্জামান আখতার. সুলেমান খান, সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হক, সালেহ আহমদ.আখলাকূজ্জামান আখলাক. পিরোজ পুর উন্নয়ন পরিষদের সহ সভাপতি মাহসিন আহমদ মিজু, শাহিনুর রহমান সাহিন, সাবেক সাধারণ সম্পাদক জাহসিন আহমদ রিজু. যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ হাসান সুমন,জাবেদ আহমদ মেম্বার, জাহাঙ্গীর খান. লেচু মিয়া. সৈয়দ নকিব. আমিনুল হক সাবলু.জাহিদ খান. কামাল হোসেন টিপু সায়েম আহমেদ চৌধূরী.শিমুল হক. তান্না জামান. তুজাম্মিল হক তুহিন. ইফতেখার হোসেন চৌধূরী সাকী. মুছা মিয়া. লিমন আহমেদ.রায়হান আহমদ.মেহেদী হাসান প্রমুখ। প্রবাসীরা খাদ্য সামগ্রী বিতরণ করায় তাদের সু-স্বাস্থ্য ও দির্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করে পিরোজ পুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ হাসান আহমদ।