যুক্তরাজ্য বিএনপি’র প্রবল প্রতিরোধের মুখে শেখ হাসিনা।
যুক্তরাজ্য বিএনপি’র প্রবল প্রতিরোধের মুখে পড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা সোমবার গ্লাসগোতে কপ-২৬ সম্মেলনস্থলের কমনওয়েলথ প্যাভিলিয়নে ‘সিভিএফ-কমনওয়েলথ হাই-লেভেল ডিসকাসন অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ’ শীর্ষক আলোচনায় অংশ নিলে বিএনপি’র প্রতিরোধের মুখে পড়েন তিনি।
যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি জনাব এম এ মালিক ও সাধারন সম্পাদক জনাব কয়সর এম আহমেদ এর নেতৃত্বে লন্ডন থেকে কয়েক শত নেতাকর্মী সেখানে প্রতিবাদ সভায় যোগ দেন।
লন্ডন মহানগর বিএনপি সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী’র নেতৃত্বে লন্ডন মহানগর বিএনপি’র নেতাকর্মীরা প্রতিবাদ সভায় যোগ দেয়।
যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারন সম্পাদক আফজাল হুসেন এর নেতৃত্বে তাদের বিভিন্ন জোন কমিটি নিয়ে প্রতিবাদে অংশ নেয়।
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব নাসির আহমেদ শাহিন ও সাধারন সম্পাদক আবুল হুসেনের নেতৃত্বে বিশাল বহর নিয়ে প্রতিবাদ সভায় যোগ দেন তারা।
প্রতিবাদ সভায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিএনপি’র বহু নেতাকর্মী অংশ নেন।
যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি জনাব এম এ মালিক ও সাধারন সম্পাদক কয়সর এম আহমেদ বলেন শেখ হাসিনা যেখানে যাবে সেখানে যুক্তরাজ্য বিএনপি’র প্রতিবাদ চলবে।
যুক্তরাজ্য বিএনপি’র প্রথম দিনের প্রতিবাদ সভায় অংশ নেন যুক্তরাজ্য বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, জাসাস, মহিলা দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবিন্দ।