‘নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না।’

“এত বড় অমানবিক যে, তাকেও আমি মানবতা দেখিয়েছি…আর কত চান আমাকে বলেন। এখন সে অসুস্থ। ওই যে আমি বললাম না—রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? সেটাই মনে করে বসে থাকেন।” শেখ হাসিনা

দেখি, আল্লাহ কী বলেন…

‘নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না।’ (সুরা নাহল, আয়াত ২৩)

‘…অথচ কেউই জানে না আগামীকাল তার জন্যে কী অপেক্ষা করছে এবং কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে। শুধু আল্লাহই সর্বজ্ঞ, সব বিষয়ে অবহিত।’ (সূরা লোকমান, আয়াত ৩৪)

‘প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি। আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে।’ (সূরা আম্বিয়া, আয়াত ৩৫)

‘দূরাচারীরা কি মনে করে যে, তাদের জীবন ও মৃত্যু এবং বিশ্বাসী ও সৎকর্মশীলদের জীবন ও মৃত্যু একইরকম হবে? কত ভ্রান্ত ধারণা ওদের!’ (সূরা জাসিয়া, আয়াত ২১)

‘বলুন, হে আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছে রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছে রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছে সম্মান দান করো আর যাকে খুশি অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশালী।’ (সুরা আলে ইমরান, আয়াত ২৬)

আমার কী ভাবনা…

আমি ‘রাখে আল্লাহ মারে কে?’ মনে রেখেই দিন গুনছি। আল্লাহ, আপনি সহায় হোন।

আবু সায়েম

লেখক ও রাজনিতিক

 

You might also like