লক্ষীপুর সোসাইটির ইউ’কের পক্ষ থেকে আনোয়ার হুসেন টিপুর মায়ের জন্য দোয়া মাহফিল বৃহস্পতিবার

বিসমিল্লাহির রহমানির রাহীম।

লক্ষীপুর সোসাইটি ইউকে কর্তৃক আয়োজিত,লক্ষীপুরের কৃতিসন্তান ও লক্ষীপুর সোসাইটির উপদেষ্টা আমাদের সকলের প্রিয় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক জনাব আনোয়ার হোসেন টিপু ভাইয়ের মাতা গত সোমবার ১৬ই মে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আগামী বৃহস্পতিবার ১৯শে মে,ব্রিকলেন জামে মসজিদ,লন্ডন।বাদ আসর 6:30pm দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত দোয়া মাহফিলে আপনাদের সকল কে আশার জন্য অনুরোধ করা হলো।আশা করি আপনারা সকলে উপস্থিত হয়ে প্রিয় টিপু ভাইয়ের মাতার জন্য দোয়ায় অংশ গ্রহন করবেন।

অনুরোধক্রমে

আবু নাছের শেখ (সভাপতি)
(লক্ষীপুর সোসাইটি ইউকে)

সাইফুল ইসলাম (সিনিয়র সহ-সভাপতি)
(লক্ষীপুর সোসাইটি ইউকে)

মাহী আলম (সহ-সভাপতি)
(লক্ষীপুর সোসাইটি ইউকে)

আব্দুল কাদের (সাধারন সম্পাদক)
(লক্ষীপুর সোসাইটি ইউকে)

সাইফুল ইসলাম মিরাজ (সিনিয়র যুগ্ম সম্পাদক)
(লক্ষীপুর সোসাইটি ইউকে)

তুহিন হোসেন (সাংগঠনিক সম্পাদক)
(লক্ষীপুর সোসাইটি ইউকে)

You might also like