“আপনার নাম একজন বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে।”

“গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে আপনার নাম একজন বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে।”

উক্তি গুলো সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের বিএনপি প্রার্থীদের আজীবন বহিস্কার সাথে দলীয় পেডে উল্লেখ করা হয়েছে | একবার চিন্তা করুন গত ১৫ বছর জেল-জুলুম, মামলা-হামলা, কত নির্যাতন সহ্য করলেন, এখন শেষ মুহুর্তে এসে কাউন্সিলর হওয়ার আসায় আপনাদের চরিত্রে কি দাগ দেওয়া হচ্ছে !
প্রিয় সিলেটের প্রার্থীদের কাছে অনুরোধ এখনো আছে আপনারা নির্বাচন থেকে সরে দাঁড়ান |

লেখক ও রাজনৈতিক

 মিছবাহউজ্জামান সুহেল 

যুগ্ন সম্পাদক যুক্তরাজ্য বিএনপি।

You might also like