যুক্তরাজ্য বিএনপি’র লন্ডনে গনপদযাত্রা কর্মসূচী কে সফল করার লক্ষ্যে জোন ৪ এর পক্ষ থেকে লুটন ও সেন্ট এলবান্সে লিফলেট বিতরণ
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও স্বৈরাচারী হাসিনার পদত্যাগের দাবীতে যুক্তরাজ্য বিএনপি’র উদ্যোগে আগামী আগষ্ট মাসে লন্ডনে গনপদযাত্রা কর্মসূচী কে সফল করার লক্ষ্যে যুক্তরাজ্য বিএনপি জোন ৪ এর পক্ষ থেকে ৩১ জুলাই রোজ সোমবার, লুটন জালালাবাদ মসজিদ এবং সেন্ট এলবান্স জামে মসজিদ বাংলাদেশী ইসলামিক সেন্টার মসজিদে লিফলেট বিতরণ করা হয় । এতে লুটন ও সেন্ট এলবান্সের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন
সমন্বয়ক : আবেদ রাজা
সহ-সভাপতি
সদস্য – খসরুজ্জামান খসরু যুগ্ন সাধারণ সম্পাদক।
সদস্য -হেলাল নাসিমুজ্জামান যুগ্ম
সাধারণ সম্পাদক।
সদস্য -আসাদুজ্জামান আহমেদ সহ-সাধারণ সম্পাদক।
সদস্য -সালেহ আহমদ জিলান সহ-সাধারণ সম্পাদক।
সদস্য – কে আর জসিম সহ-সাধারণ সম্পাদক।
সদস্য – সেলিম আহমদ সহ-দপ্তর সম্পাদক
সদস্য – হুমায়ূন আহমেদ সাংগঠনিক সম্পাদক (জোন ৪)।
সদস্য – রাজু আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক (জোন ৪)।
মোঃ মঈনুল ইসলাম সহ প্রচার সম্পাদক
লুটন বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- আব্দুল হাই , আব্দুল্লাহ মিয়া , এমদাদুল হক, মনজুর আহমেদ শাহনাজ, মুজাহিদ খান , এমদাদুল হক পাবেল, মমিনুর মুরাদ , তালাত মাহমুদ , আতাউর রহমান , রোয়াজ আহমেদ,মিয়া জামিল আহমেদ , জাহিদ মালিক চৌধুরী, আনিসুর রহমান , সেন্ট এলবান্স বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সানুর মিয়া , আকিকর রহমান চৌধুরী জব্বর, সেরন মিয়া , ইমরান চৌধুরী এবং আনোয়ার হোসেন।