চকের বাজার ঈদগাহ পুনঃনির্মাণের সভা

সংগ্রাম ডেস্ক: সিলেট দক্ষিণ সুরমা সিলাম ইউনিয়নের ৯ পাড়া এলাকার চকের বাজারের ঈদগাহ পূর্ণ নির্মাণের জন্য এক মতবিনিময় সভা গত ২৬ নভেম্বর মঙ্গলবার আমার গাও রেস্টুরেন্ট ব্রিকলেন এ বিশিষ্ট মুরব্বি জনাব ইব্রাহিম আলী খন্দকার দলা মিয়ার সভাপতিত্বে ও আবেদ রাজার পরিচালনায় অনুষ্ঠিত হয়।সভায় প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন শাহ হাবিবুর রহমান,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মঞ্জু,শাহ হাবিবুর রহমান,সাবেক কাউন্সিলার আলাউদ্দিন,আখতারুজ্জামান নিজামী, মো:বাবুল মিয়া,সোহাগ মিয়া শেখ গোলাম মোস্তফা, শামসুদ্দিন সাহাব,মোমেন আরবাব.সুরমান আলী,নজরুল ইসলাম হান্নান,জামাল মিয়া,দিলওয়ার হোসেন,দূলাল খান,ওয়াসিম বারি জুয়েল,শাহজাহান হোসেন শেনাজ,ইস্তাকগনি রুহেল,মো লাল মিয়া,জহিরুল হক জামান,শাহেল শাহ,নজরুল ইসলাম মাসুক,শাহ রায়হান উদ্দিন,মুমিনুর রহমান,মো:সাহেদ মিয়া,আব্দুল মুমিন,সুমন খান প্রমুখ।এতে সবার সিদ্ধান্তক্রমে ৭ জানুয়ারি সন্ধ্যা ৭ ঘটিকায়।

স্তানঃ Stifford Community Centre 

2-6 Cressy Place London E1 3JG

You might also like