নরসিংদীর কারাগারে হামলার পর বের হয়ে গেছে কয়েকশ কয়েদি
কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনের মধ্যেই শুক্রবার নরসিংদীর জেলা কারাগারে হামলা চালিয়ে দখলে নেয় বিক্ষোভকারীরা। এসময় কারাগারটি কারারক্ষীদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অন্তত কয়েকশ কয়েদি কারাগার থেকে বের হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে স্থানীয় সাংবাদিক আশিকুর রহমান পিয়াল বিবিসি বাংলাকে জানান, “বিকেলের দিকে বিক্ষোভকারীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা পরিষদ ও জেলা কারাগারসহ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। হামলার এক পর্যায়ে নরসিংদী জেলা কারাগারটি কারা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখান থেকে বের হয়ে যায় কয়েদিরা। একাধিক প্রত্যক্ষদর্শী বিবিসিকে ঘটনাটি নিশ্চিত করেছেন। কারা সূত্রের বরাত দিয়ে সংবাদকর্মী আশিকুর রহমান পিয়াল জানান, এই কারাগারটিতে শুক্রবার পর্যন্ত অন্তত এক হাজারেরও বেশি কারারক্ষী বন্দি অবস্থায় ছিলেন। তাদের মধ্যে অনেকেই দণ্ডপ্রাপ্ত ছিলেন। এই বিষয়ে নরসিংদীর কারা কর্তৃপক্ষের সাথে বিবিসি বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাদের কাউকে ফোনে পাওয়া যায় নি। নরসিংদী শহরে বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের পর সন্ধ্যায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ ও অন্যন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।