বাংলাদেশে সবথেকে বিশুদ্ধ বাতাস লক্ষীপুর
- আদমশুমারী তথ্য অনুযায়ী সবথেকে কম ঘনবসতিপূর্ণ জেলা লক্ষীপুর।
-
কম জনসংখ্যা স্বাক্ষরতার হার সর্বোচ্চ লক্ষ্মীপুর।
শিক্ষিত-অশিক্ষিত লোকেদের অনুপাতে শিক্ষিত লোকের হার বেশি লক্ষীপুর।
ডিভোর্সের হার কম লক্ষ্মীপুর।
নারী শিক্ষার অগ্রগতির শতাংশ বেশি লক্ষীপুর।
শিশু শ্রমিক কম লক্ষীপুর।
প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের শতকরা হার বেশি লক্ষ্মীপুর
অভ্যন্তরীণ কৃষি উৎপাদন বেশি লক্ষীপুর।
মাছ উৎপাদন বেশি লক্ষ্মীপুর।
জন্ম-নিয়ন্ত্রণ হার বেশি লক্ষীপুর।এছাড়াও গ্লোবাল ইনডেক্স এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী বাংলাদেশে সবথেকে বিশুদ্ধ বাতাস লক্ষীপুর , পরিবেশ দূষণের হার সবচেয়ে কম লক্ষীপুর , এক কথায় লক্ষ্মীপুরে সব মানুষ বাগান বাড়িতে বসবাস করে সবাই ধনী
Written has been taken from-
Bithika Binte Hossain
Writer & Politician