মহান বিজয় দিবসে লন্ডন মহানগর বিএনপির শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লন্ডন মহানগর ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে ১২:০১ ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্তক অর্পণ করেন শ্রদ্ধা জানিয়েছে ।

                                                                                           লন্ডন মহানগর বিএনপি

লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি. যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মোঃ তাজুল ইসলাম, ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক. যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবেদ রাজা এবং যুক্তরাজ্য বিএনপির সদস্য. সাবেক সাংগঠনিক সস্পাদক খালেদ চৌধুরীর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সাহেদ উদ্দিন চৌধুরী ,শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু. আব্দুর রব ,কদর উদ্দিন. এম এ তাহের. সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ. যুগ্ম-সাধারণ সম্পাদক রোমান আহমেদ চৌধুরী.সোহেল শরীফ মোহাম্মদ করিম , সহ সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জামান.বাবুল আহমেদ. কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান. দফতর সম্পাদক নজরুল ইসলাম মাসুক. সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মইনুল হক উজ্জ্বল. আইন বিষয়ক সস্পাদক ব্যারিস্টার মোঃ শাহনেওয়াজ জুয়েল. ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর রহমান. সাংস্কৃতিক সম্পাদক আশিক বক্স. লন্ডন মহানগর বিএনপি নেতা মো: আমির হোসেন, শেরওয়ান আলী, সামসুল হক, বাচ্চু মিয়া. জামাল হোসেন. আলী আহমদ লিটন মোড়ল.বাবুল মুন্সি.আল মামুন. মোঃ রফিক আহমদ. জয় ইসলাম মনির. শাহ টিপু. আব্দুল সালাম. হালিমুল ইসলাম হালিম. ইফতেখার হোসেন চৌধুরী সাকী. শাহ মোহাম্মদ রুমন মিয়া. মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজা. খালেদ আহমেদ. বেলাল খান.উজ্জ্বল আলম চৌধুরী. মোঃ মুজিবুর রহমান. রুমেল আহমেদ.শাহীন আহমদ. ছাদিকুর রহমান. মো:শাহরিয়ার বিন আরিফ. মামুন মিয়া. মোহাম্মদ আব্দুল লতিফ. নজরুল ইসলাম রাজু. আল আমিন মিয়া. ফরহাদ আহমদ. তোফায়েল আহমেদ.আহমদ বাছিত সাফিন. সোহেল আহমদ. আমির আলী. মোঃ নাহিদ. আল আমিন. আবু তাহের নাদিম. নোমান মিয়া. মোঃ হিফজুর রহমান. ফাহামিদ আহমদ. প্রমুখ।
লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার পার্শ্ববর্তী একটি দেশের ইশারায় গণতন্ত্র কে ধ্বংস করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ছাত্র জনতার গণ আন্দোলনে হাসিনা পালিয়ে গেলেও তার ধূসর এখনও ষড়যন্ত্র লিপ্ত। তাই অবিলম্বে অন্তবর্তীকালীন সরকার তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান।
লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা বলেন দলের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থেকে দেশের জনগণের পক্ষে কাজ করার জন্য আহবান জানিয়েছেন।

You might also like