বরাবর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সংগ্রাম ডেস্ক: আপনার কাছে এই চিঠি পৌঁছাবে কিনা জানিনা। তবুও ইন্টারনেটের যুগে এই স্বপ্ন আমি দেখতেই পারি। যদি এই চিঠি আপনার কাছে পৌঁছায় আমাকে ক্ষমা করবেন।

বাংলাদেশে প্রায় ৪৫৬২ ইউনিয়ন পরিষদ আছে। ওয়ার্ড আছে ৪৫৬২×৯=৪১০৫৮।

পৌরসভা আছে ৩২৮ এর মত।

তাহলে ওয়ার্ড আছে ৩২৮×৯=২৯৫২।

তাহলে টোটাল ওয়ার্ড দাঁড়ায় ৪১০৫৮+২৯৫২=৪৪০১০।

প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপি, ছাত্রদল-যুবদল-সেচ্ছাসেবক দল সহ ৮/১০টি অঙ্গসংগঠন আছে।সে হিসেবে প্রত্যেক ওয়ার্ড এ পদ আছে অন্তত ১০০টি। এই পদবি ওয়ালা নেতাগুলোর অর্ধেক অর্থাৎ প্রত্যেক ওয়ার্ড থেকে ৫০ জন শুধু যারা পদ নিয়ে বসে আছে বিএনপি ক্ষমতায় আসলে ৫ তলা বাড়ি করবে ১০ টা গাড়ি করবে।

এই পদে থাকা নেতা গুলি যদি ঢাকায় আসে তাহলে কতজন লোক হয় ৪৪০১০×৫০=২২০০৫০০ বুজাতে পারছি কি? বা আপনি বুজতে পারছেন কি–?বাইশ লক্ষ।

আর ঢাকা ও তার আশপাশের জেলা মিলে আর ১০ লক্ষই ধরলাম। এই ৩০-৩২ লক্ষ লোক যদি ৭ দিন রাস্তায় আন্দোলন করে অবৈধ সরকারকে পুলিশ কেন কারো বাবা ক্ষমতায় রাখতে পারবে?

কাকে পদ দিচ্ছেন-প্রিয় নেতা তারেক সাহেব?

বৌয়ের কাপড়ের আচলে লুকিয়ে থাকা লোকদের? কিসের দল গুছানো?

এই শব্দটা আমি বুঝিনা ভাল?

কেনো? জনাব কামাল দের আমাদের কি দরকার আছে?

যারা বিএনপির লক্ষ্য লক্ষ্য লোকের সামনে শেখ মুজিব শেখ মুজিব বলে চিৎকার করে।

অথচ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের নাম নিতে লজ্জা দেখায়।

লাথি মারেন গালফুলাদের কপালে।

ঐক্য কী শুধু জনাব শেখ মুজিবুর রহমান কে নিয়ে?

জিয়াউর রহমান এই দেশের কি কিছুই করেননি?

প্রিয় নেতা জনাব তারেক রহমান। আপনি প্রত্যেক ওয়ার্ড থেকে একজন তরুণকে দায়িত্ব দিন।

নিজে কথা বলুন। ৪৫ হাজার তরুনের দায়িত্ব নিন। কথা দিচ্ছি এই ৪৫ হাজার তরুন গ্রাম থেকে তাদের ৫০ জন করে লোক নিয়ে এসে এবং ঢাকায় কিছু নেতা তৈরি করুন এরা অবৈধ সরকারকে টেনে নামাতে না পারলে প্রয়োজনে শহীদ হবে তবুও রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ।

আল্লাহ না করুক আপনার মা আমাদের নেত্রীকে জীবিত পাবেন, না জেলেই মেরে ফেলবে!

সময় এখনো শেষ হয়ে যায় নি। সঠিক সময় সঠিক সিন্ধান্ত না নিলে সামনে আরো অনেক বিপদ আসবে।

আর ক্ষমতার কথা তো নাই বা বললাম। 

৪৭০০ জন এম পি প্রার্থী তাদের সবাই যদি ১০ জন করে লোক নিয়ে আাসে তাহলে ৪৭হাজার লোক। এই ৪৭হাজার লোক ঢাকায় নামলে খালেদা জিয়ার মুক্তি হবেনা কেন?

উওর দেন❓

You might also like