এমনটাই সন্দেহ করেছিলাম!
সংগ্রাম ডেস্ক: বাংলাদেশ পুলিশ পারে না এমন কোনো কাজ নেই.
দেখা যাবে কোনো এক সিএনজি ড্রাইভারকে ধরে এনে বলবে এই হলো ধর্ষক.
আমরা সব আলামত পেয়ে গেছি সেই ধর্ষণ করেছে এইবার আন্দোলন থামাও.ক্লাসে ফিরে যাও !!
এখন শুনলাম ধর্ষক নাকি গ্রেফতার হয়েছে তার কাছে পাওয়া গেছে মেয়েটির মোবাইল ভ্যানিটি ব্যাগ|
ধর্ষণের ৩দিন পরও সিএনজি ড্রাইভার মেয়েটির ভ্যানিটিব্যাগ ও মোবাইল নিয়ে ঘুরতেছিলো দেখে অবাক হলাম!! সব সম্ভবের দেশ বাংলাদেশ!!
এজে লিমন
যুক্তরাজ্য