তারেক রহমান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গ্রহনযোগ্য এবং দলের অবিসংবাদিত নেতা- জুয়েল

আমার ভাবনা
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বর্তমানে জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের সবচেয়ে গ্রহনযোগ্য দেশ এবং দলের অবিসংবাদিত নেতা।সময়োপযোগী মূল্যায়নের ভিত্তিতে সঠিক পরিকল্পনা প্রনয়ন এবং তা বাস্তবায়নে একজন পরিপূর্ন রাজনৈতিক নেতার যে গুনাবলী থাকা প্রয়োজন তা উনার মাঝে সবসময় দেখতে পাওয়া যায়।উনার একটি বড় গুন ধৈর্য এবং অন্যের মতের প্রতি অপিরিসীম শ্রদ্ধা।আমি যখন ছাত্রদলের একজন কর্মী ছিলাম তখনই উনার সাথে পরিচয় এবং পরবর্তিতে উনার নির্দেশনায় কাজ করার সৌভাগ্য হয়েছিল।একজন কর্মী হিসেবে দেখেছি প্রথাগত রাজনৈতিক নেতার মতো উনি ভাবেন না বা কাজও করেন না।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হওয়ার পরও উনি শুধু পারিবারিক পরিচয়ে রাজনীতিতে আসেননি আত্মকেন্দ্রীক বা ব্যক্তি চিন্তাও উনাকে পেয়ে বসেনি বরং তৃনমূল থেকে শিকড়ের ভাবনাকে ধারন করে শিকড়ের সন্ধানে উনার রাজৈনিক কর্মকান্ড শুরু।বগুড়া জেলা বিএনপি’র সদস্য হিসেবে জনাব তারেক রহমান এর রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত হওয়া শুরু।এরপর আর থেমে থাকেননি।মাইলের পর মাইল হেঁটেছেন প্রান্তিক মানুষের কথা শুনেছেন সমস্যার স্বরূপ জেনেছেন এবং সমাধানে করনীয় নির্ধারণ করে কাজ শুরু করে দিয়েছেন।উন্নয়ন এবং উৎপাদনের রাজনিতিই ছিল মূল লক্ষ্য।
“একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দিবে স্বচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা”- এই শ্লোগানে উনি উনার কর্মযজ্ঞ শুরু করেন।প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়ন বা ভাগ্যের পরিবর্তনের সাথে বাংলাদেশের উন্নয়নের যে নিবিড় সম্পর্ক রয়েছে তা উনার কর্মকান্ডে স্পষ্টভাবে ফুটে উঠেছিল।ছোট ছোট উদ্যোগের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি সে উদ্যোগ গুলি যেন সফল হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছিলেন জনাব তারেক রহমান।খাল বিল পুকুরে মাছ চাষ হাঁস মুরগী পালন পতিত জমিতে শাক সবজি চাষ।গরু মহিষ পালন ও দুধের খামার প্রতিষ্ঠা।ছাগল পালন।বনজ এবং ঔষধি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অর্থ উপার্জন করা।কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে স্বেচ প্রকল্প গ্রহন এবং ডিপ টিউবয়েল স্থাপন করে শুষ্ক মৌসুমে কৃষি কাজে পানির প্রাপ্যতা নিশ্চিত করন প্রকল্প সহ বিভিন্ন জনহিতকর কাজের মাধ্যমেই শুরু স্বপ্ন বাস্তবায়নের।
তৃনমূল রাজনিতির যে ধারনা তাও শুরু করেন জনাব তারেক রহমান।সংগঠন তৃনমূলে শক্তিশালী হওয়া মানেই মজবুত ভিত্তি তৈরি হওয়া এটা উনি বাস্তবায়ন করেছিলেন বলেই শত প্রতিকুল পরিস্থিতির মাঝেও মাথা তুলে স্বগৌরবে দাড়িয়ে আছে বিএনপি এবং দিন দিন জনপ্রিয়তা বাড়ছেই-
চলবে

 

      আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

সাধারন সম্পাদক স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় সংসদ

 (ফেইসবুক ওয়াল থেকে সংগৃহিত)

আরো পড়ুন