“এ সময়ে বাংলাদেশ”এবারের অতিথি- শিরিন সুলতানা ও মো: মোশারফ হোসেন এমপি।
“এ সময়ে বাংলাদেশ” অনুষ্ঠানে এবারে অতিথি হয়ে আসছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ও মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক শিরীন সুলতানা এবং বগুড়া ৪ আসন থেকে নির্বাচিত সংসদ, বিএনপি নেতা মো: মোশারফ হোসেন। অনুষ্টানটি উপস্হাপনায় রয়েছেন শেখ মো: সাদেক আহমেদ।
দেখতে চোখ রাখুন ১৩ জুলাই বাংলাদেশ সময় রাত ৮ টায় লন্ডন সময় – ৩ টায়
অনুষ্ঠানটি সরাসরি সম্পচার হবে- https://www.facebook.com/Songram2019/
এবং সংগ্রাম টিভি Youtube- Sangramtv