টেকনাফ থানার ওসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা করলেন সিনহার বোন

বি’রুদ্ধে মা’মলা করলেন সিনহার বোন

সাবেক সে’না কর্মক’র্তা মেজর সিনহা মো. রাশেদ নি’হতের ঘটনায় মা’মলা করেছেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজে’লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আ’দালতে মা’মলা’টি দায়ের করেন তিনি।

মা’মলায় বাহারছড়া পু’লিশ ত’দন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকতকে প্রধান আ’সামি ও টেকনাফ থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) প্রদীপ কুমা’র দাসকে দ্বিতীয় আ’সামি করে আরও ৯ পু’লিশ সদস্যের বি’রুদ্ধে অ’ভিযোগ আনা হয়েছে। অ্যাডভোকেট মো. মোস্তফার নেতৃত্বে এ মা’মলা দায়ের করা হয়।

আইনজীবী মো. মোস্তফা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মা’মলা’টি আ’দালত আমলে নিয়ে টেকনাফ থা’নাকে এটি হ’ত্যা মা’মলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। পাশাপাশি মা’মলা’টি রেকর্ড করা হয়েছে কিনা তা সাত দিনের মধ্যে আ’দালতকে অবগত করারও আদেশ দেয়া হয়েছে। ওই মা’মলা’টি র‌্যা’­ব ১৫-এর কমান্ডার আজিম আহমেদকে ত’দন্ত করার নিদের্শ দেন আ’দালত।

You might also like