ধর্ষণ গুম খুনের দায় শেখ হাসিনার!

২০২০সাল কারো কাছেই আনন্দের নয়, এই বছরটি যা দিয়েছে তার চেয়ে বেশি নিয়েছে, আমরা করোনা নামক মহামারীতে হারিয়েছি অনেক আপনজন, বন্দু বান্দব, আত্নীয় স্বজন। তাই এই বছরটা আমরা অনেকের কাছেই বেধনার।
করোনা নামক মহামারিটি প্রাকৃতিক তাই আমরা মেনে নিয়ে আমাদের দিন যাপন করতে হবে, কিন্তু এই করোনা মহামারীকে পরাজিত করে আরেকটি মহামারী আমাদের জীবনকে অতিষ্ট করে তুলেছে আর তা হচ্ছে আওয়ামীলীগ! করোনা থেকে বাঁচার জন্য অনেক প্রতিষেধক তৈরী হচ্ছে মানুষ বেঁচে থাকার জন্য অনেক সাবধানতা আমাদের মেনে চলতে হচ্ছে কিন্তু আওয়ামীলীগ নামক মহারিতে বেঁচে থাকার জন্য এখনো তৈরী হয়নি কোনো প্রতিষেধক। তাদের হাতে খুন হচ্ছে মানুষ, গুম হচ্ছে মানুষ, যদিও এগুলো পুরোনো তবে ধর্ষণ যেনো তাদের নিত্তনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে! কোথাও কেও নেই নিরাপদ, ৫ বছরের বাচ্চা থেকে ৯০ বছরের বয়স্ক মহিলাটি ও ধর্ষণ হচ্ছে ছাত্রলীগ দ্বারা, যুবলীগ দ্বারা! নেই কোনো নিয়ন্ত্রণ, নেই কোনো বিচার ব্যবস্তা, নেই আইনের শাসন! আর এই সব কিছুর মদদ দিয়ে যাচ্ছেন বাংলাদেশের মসনদে অবৈধ ভাবে জুর করে বসে থাকা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা! নিজে অবৈধ ভাবে কমথায় থাকার কারণে কোনো কিছুই নিয়ন্ত্রণে আনতে পারছেন না. তাই সময় এসেছে হাসিনার পতনের, বাংলাদেশের মানুষকে জেগে উঠতে হবে, টেনে হেঁচড়ে নামাতে হবে এই অবৈধ দখলদারদের, তাহলেই বাংলাদেশে শান্তি ফিরে আসবে। মানুষের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা মিলবে আর তা না হলে আজ আমি, কাল আপনি এই অবৈধ দখলদারদের লক্ষ বস্তুতে পরিণত হবেনা.

শেখ সাদেক আহমেদ
লেখক ও রাজনৈতিক

You might also like