ফেসবুকে আগুন নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আলাউদ্দিন সহ ৭ জন গ্রেফতার

ফেসবুকে সিলেটে আগুন নিয়ে অসত্য তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে সাইবার মনিটরিং টিম র্যাব ৯।

গত ২২শে জুলাই মুরাদপুর আর্মি কেম্প এ আগুন শিরোনামে একটি গুজব ছড়িয়ে পরে এবং তা বেশ কিছু প্রোফাইল ও পেজ এ ছড়িয়ে পরে যা পরবর্তীতে সিলেট সাইবার ইউনিট টিম এসকল ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার করে. ফেরেফতারকীটদের মধ্যে অন্যতম পরিচিত মুখ আলাল উদ্দিন আলাল।

আলা উদ্দিন আলাল সিলেট খাদিম পাড়ার পীরের বাজারের স্তায়ী বাসিন্দা, তিনি সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ, একজন নাট্যকার, কমিডিয়ান ও মানবতার সেবক হিসেবে সর্বাধিক পরিচিত।
বাংলাদেশে লোকডাউন এর প্রথম থেকে তিনি নিজস্ব ও প্রবাসীদের সাহায্যে গরিব দুখী অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। সিলেটের বিভিন্ন এলাকায় করোনা ভয়াবহতা ও জনসচেতনা তৈরিতে কাজ করতে দেখা গেছে।

 

You might also like