আকিলপুর ও আনন্দপুর গ্রামের বন্যার্তদের পাশে Team 7

উদ্যোগে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের আকিলপুর ও আনন্দপুর গ্রামের বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ.
প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের দিরাই উপজেলার কোলাঞ্জি ইউনিয়নের ভিবিন্ন গ্রামে পানি বন্ধী শতাধিক অসহায় পরিবার মানবেতর ভাবে জীবন যাপন করতেছে শুনে আমরা টিম তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেই.
আলহামদুলিল্লাহ টিম সেভেনের সদস্য আবুল আব্দুল বাসিত বাদশা.এজে লিমন, বাবর চৌধুরী. শিমুল চৌধুরী শেখ সাদেকের সার্বিক সহযোগিতায় অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি.
ধন্যবাদ বদরুল আজাদ রানা ও তার টিমকে, আমাদের সাহায্য করার জন্য.
You might also like