রাষ্ট্র বনাম ধর্ষক নুর – শেখ সাদেক
মফস্বল এলাকা থেকে উঠে আশা অকুতোভয় ছাত্রনেতা
যাকে ছাত্রলীগ পেঠাতে পেঠাতে নেতা বানিয়ে দিয়েছে আর সাধারন মানুষ থাকে ব্র্যান্ড করে তুলেছে!
তার নাম কি করে মানুষের মন থেকে মুছে দিবেন! যে শেখ হাসিনা থাকে ছেলে বলে সম্বোধন করেছেন, এবং নুর যাকে মা বলে ডেকেছেন সেই নূর আজ ধর্ষণ মামলার অাসামি! কি আশ্চর্য ব্যাপার!
জাতীয় টেলিভিশন নিউজ পেপার তার শিরোনাম করেছে নূর ধর্ষণ মামলার আসামি! কোন তদন্ত নেই, নেই কোন সত্য মিথ্যা যাচাই সোঝা একজন কে ধর্ষক বানিয়ে দেওয়া হল! তাই আগামী দিন গুলোতে থাকে মনের অজান্তে নিউজ পিপার এর কল্যানে ধর্ষক হিসেবে পরিচিট হবেন!
এটা কি আমাদের সমাজ ব্যবস্হা!?
তাই বলতে হয় ছাত্রলীগ যাকে পেঠাতে পেঠাতে নেতা বানিয়ে দিয়েছে আর জনগণ যাকে নেতা মেনে নিয়েছে থাকে কি করে মানুষের মন থেকে মুছে দিবেন?
লেখক ও রাজনীতিক- শেখ সাদেক আহমেদ (লন্ডন)