সেলিম সরদারকে সংগ্রাম টিভির ওয়েস্ট লন্ডন প্রতিনিধি নিযুক্ত।

সংগ্রাম টিভি ডেস্ক: সংগ্রাম টিভি’র কার্যক্রম গতিশীল করতে ও লন্ডনের প্রত্যন্ত অঞ্চলের খবর সংবাদ মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে সেলিম সরদারকে ওয়েস্ট লন্ডন প্রতিনিধি নিযুক্ত করা হয়. সংগ্রাম টিভি’র প্রধান সম্পাদক মোঃ সাদেক আহমেদ ও সম্পাদক মোঃ মাইনুল ইসলাম এ সময় সেলিম সরদার শওকতকে অফিসিয়াল ID Card তুলেদেন এবং সেলিম সরদার শওকত সত্য সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমে সংগ্রাম টিভি’র কার্যক্রম আরো গতিশীল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন .

You might also like