বিএনপির লোকদের ভালো করে ধরেন

টেকনাফের ওসি প্রদীপ নাকি আগে ছাত্রদল করতো। গুড, এখন তাহলে ভালো করে তার বিচার করেন। এতোবছর ধরে যারা তাকে পুলিশে ভালো ভালো পোষ্টিং দিয়েছিল, তার অন্যায় আড়াল করে রেখেছিল, এমনকি তাকে দেশের সেরা পুলিশ পদকে মনোনীত করেছিল তারাও বোধহয় ছাত্রদল বা বিএনপির লোক! এগুলোকে খুঁজে খুঁজে বের করে সবার শাস্তির ব্যবস্থা করেন।
বিএনপির লোকেরা আপনাদের আমলে এতো বড় বড় অন্যায় করে চলেছে! আহারে! প্রদীপের সব গডফাদার আর সহযোগীদের ধরে চরম একটা শিক্ষা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের লেখাটি তার ফেসবুক পেজ থেকে নেয়া

You might also like