মানুষ এত মিথ্যা ক্যামনে বলে!
নিশি ভোটের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সকালে ঘুম থেকে উঠে কী কী কাজ করেন, মাছ ধরেন, চা বানান, হাঁটেন, কী কী খুঁজে বেড়ান, সেই বর্ণনা দিলেন; তার বোন কী কী কাজ করেন, উনার মেয়ে তার সাথে থাকে, সে কী কী করে এইসব ধারা বর্ণনা দিলেন – আর অটো এমপিগুলো উত্তেজিত হয়ে গলার রগ গুলো খাড়াঁ করে সমস্বরে হর্ষ ধ্বনি দিলেন, টেবল চাপড়ায় উঠলেন। এই গুলা হলো সংসদের আলোচনার বিষয়বস্তু। সাধারণ জনগণ এর সমস্যা নিয়ে আলোচনা সেখানে আচ্ছুত। জনগণের টাকার শ্রাদ্ধ করে সংসদ আধিবেশনের নামে চলছে প্রলাপ আর বিলাপ। অথচ অন্তহীন সমস্যায় সাধারণ জনগণ জেরবার। একদিকে মহামারী মরণ থাবা, দিকে দিকে বন্যা-সাধারণ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ, বিরোধীদলের নেতা-কর্মীদের জেল-জুলুম-গুম, নাগরিক সমাজকে বিভিন্নভাবে চাপে রাখা। এই হলো আমাদের আম্মু অপ ডেমোক্রেসি!
প্রনুশ্চ: মানুষ এত মিথ্যা ক্যামনে বলে!
Nipun Roy chowdhury
Executive Member Central BNP