জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল ৬ই জুন

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি’র প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম রাষ্টপতি শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সম্মানিত অতিথী: ডঃ আব্দুল মঈন খাঁন সিনিওর সদস্য বিএনপি জাতীয় স্তায়ী কমিটি।প্রধান বক্তা : জনাব নজরুল ইসলাম খাঁন সম্মানিত সদস্য বিএনপি জাতীয় স্তায়ী কমিটি। বিশেষ অতিথী : জনাব এম এ মালেক সভাপতি যুক্তরাজ্য বিএনপি। বিশেষ অতিথী: জনাব কয়ছর এম আহমেদ সাধারন সম্পাদক যুক্তরাজ্য বিএনপি। বিশেষ অতিথী: জনাব মুস্তাফিজুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথী: জনাব মোহাম্মদ আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি।
তারিখ ও সময়: ৬ই জুন ২০২১ রবিবার
লন্ডন সময় ০৪ :০০ টায় বাংলাদেশ সময় রাত৯টা ইউরোপ সময় বিকাল ৫টা।
স্থান: আপনার নিজ বাসস্থান

উক্ত ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে আপনাদের উপস্হিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।

অনুরোধ ক্রমে:-
নাসির আহমেদ শাহিন
সভাপতি
মো:আবুল হোসেন
সাধারণ সম্পাদক
যুক্তরাজ্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসবক দল

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81823326064?pwd=UWlLZ1VpZk1kckI1UmtSUm5oNTVCZz09

Meeting ID: 818 2332 6064
Passcode: 550913

You might also like